মোঃ কামাল উদ্দীন সরদার : সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক দি নিউ নেশন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কে এম আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাসুদুরজামান সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকু জ্জামান লিটু, অর্থ সম্পাদক মীর আবুবকর, প্রচার সম্পাদক বোরহান উদ্দীন বুলু, সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ মাহমুদ রনি, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম কবীর, শেখ রেজাউল ইসলাম বাবলু। এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য প্রভাষক নাজমুল হক, সরদার জিল্লুর রহমান, গাজী সুলতান আহমেদ, মখফুর রহমান জান্টু, ফিরোজ হোসেন, এ্যাড. সোহরাব হোসাইন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সদস্য গাজী ফরহাদ, শেখ কামরুল ইসলাম, জি এম সোহরাব হোসেন, মোঃ মাসুদ আলী, মনিরুজ্জামান মনি, মোঃ কামাল উদ্দীন সরদার, হাবিবুল্লাহ বাহার, অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল্লাহ, গোলাম মোস্তফা, আব্দুল মাতিন, শেখ ফারুক হোসেন, জি এম মনিরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।