তাপস সরকার, তালা : সাতক্ষীরার তালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। সারাদেশের ন্যায় রবিবার (১ জানুয়ারি) সকালে শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরণ করা হয়। নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে শিক্ষার্থীরা মহাখুশি। এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ২৭ হাজার ৯০০ বই এবং প্রাথমিক পর্যায়ে ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৪৩ হাজার ১৭০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।
এদিন সকালে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়, তালা শহীদ কামেল মডেল হাইস্কুল, তালা শহীদ আলী আহমদ সরকারী বালিকা বিদ্যালয়,খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ বই উৎসব পালিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, জাললপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে বই বিতরণ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক উপস্থিত ছিলেন।