শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রদলের আয়োজনে সোমবার (২ জানুয়ারি) সকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীবের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল মোরশেদ, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পদক মাকফুর রহমান, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন অতীতের মত সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদল যেভাবে রাজপথে ছিল ভবিষ্যতেও ছাত্রদল একইভাবে থাকবে। ২০২৩ সাল আমাদের বাঁচা মরা লড়াই এর সাল। কারণ এই ২৩ সালের মধ্যেই বর্তমান সরকারকে পতন করতে হবে।