নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এঁর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদের কার্যালয়ে এ ফুলের শুভেচ্ছা জানান সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ খলিলুর রহমান সহ জেলা পরিষদের সদস্যবৃন্দ।