বিলাল হোসেন, শ্যামনগর ব্যুরো : আর করবোনা চিংড়ি চাষ এবার করব ধান চাষ কৃষকদের এই ¯েøাগানকে সামনে রেখে, শনিবার বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে, হরিনগর সিংহড়তলী চুনক‚ড়ী এলাকার পানি নিষ্কাশন ও বৃষ্টির পানি সংরক্ষণে চিলের খাল খননের শুভ উদ্বোধন করেন সাতাক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
খাল খননের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান ছিলেন সাতাক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম মৃধা, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবির, ইউপি সদস্য আব্দুল জলিল, ইউপি সদস্য উৎপল জোয়ার্দ্দার, সাংবাদিক সিরাজুল ইসলাম, সাংবাদিক আইয়ুব আলী গাজী, রেহানা পারভীন, পলাশী রানী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য জিয়াউর রহমান।