দেবহাটা ব্যুরো : কুলিয়ায় মৎস ঘেরের জমিতে ট্রলি দ্বারা মাটি ভরাট করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দক্ষিণ কুলিয়া গ্রামের মইনুদ্দীনের পুত্র আরশাদ আলী (৬৩) নামের এক বৃদ্ধকে গুরুত্বর জখম করে। এঘটনায় ০৯ জানুয়ারি আরশাদ আলীর স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে কাসেম বৈদ্য সহ ৪ জনের নামে দেবহাটা থানায় একটি মামলা করে। যার মামলা নং-০৩(০১)২৩।
উক্ত মামলায় দেবহাটা থানা পুলিশের অভিযানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ’র নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতার পরিচালনা কালে ১১/০১/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) শোভন দাশ সংঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন দক্ষিণ কুলিয়া এলাকা থেকে মামলার ১নং আসামী মৃত ধুরো বৈদ্যও পুত্র কাশেম বৈদ্য (৩০) কে গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায় মামলার প্রথম আসামী কাসেম বৈদ্যকে গ্রেফতার করে ১১/০১/২০২৩ ইং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।