সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরা’র (এসবিজিএন) সদস্যদের (এসিড আক্রান্তদের সংগঠন) মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ’র আতিক সহযোগিতায় উন্নয়ন সংগঠন স্বদেশ-সাতক্ষীরার ব্যবস্থাপনায় এসবিজিএন’র বাস্তবায়নে ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার সকাল ১১টায় শহরের কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ হলরুমে এসিড আক্রান্ত নারী-পুরুষ ও শিশুদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, দেবহাটা উপজেলার এসিড সারভাইভারা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত। উপস্থিত ছিলেন স্বদেশ’র প্রোগ্রাম অফিসার (আইন সহায়তা) আজহারুল ইসলাম, এসবিজিএন’র প্রোগ্রাম অফিসার ফারুক রহমান, এসবিজিএন’ সভাপতি শাহানারা, সাধারণ সম্পাদক ছফুরা খাতুন। প্রেস বিজ্ঞপ্তি