মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র সাথে সৌজন্য সাক্ষত করেছেন সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র মতবিনিময় সভা শেষে সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর আজহার আলী শাহিন ও যুগ্ম-আহবায়ক শেখ তৌহিদ হাসান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ফুলল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাত করেন।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম -সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম -সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানুসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি