শ্যামনগর ব্যুরো : গ্রাহককে সর্বোচ্চ সেবা প্রদানের প্রত্যয় নিয়ে শ্যামনগরের পাখিমারা ফেরিঘাটে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় শ্যামনগর উপজেলায় পদ্মাপুকুরের পাখিমারা ফেরিঘাটে বাজারস্থ শাওন এন্টার প্রাইজের ভবনের একাংশে এ শাখার উদ্বোধন করা হয়।
স্থানীয় গ্রাম্য ডাক্তার নজরুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন পদ্মাপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাচ বাংলা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া ম্যানেজার আলতাব হোসেন, সহকারী এরিয়া ম্যানেজার শাহাজান কবীর, শ্যামনগর শাখার ডাচ বাংলা টেরিটেরি মাস্টার এজেন্ট প্রশান্ত কুমার হালদার, ডাচ বাংলা ব্যাংকের নওয়াবেঁকী শাখার প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, গোবিন্দপুর বাজার এজেন্ট শাখার প্রতিনিধি মিয়ারাজ হোসেন, শ্যামনগর কৃষি ব্যংকের প্রক্তন ম্যানেজার মোসলেম হোসেন, ইউপি সদস্য হাফিজুর রহমান, ইউপি সদস্য উত্তাম কুমার, ইউপি সদস্য তপন কুমার, সংরক্ষিত আসনের নারী সদস্য শুকুরি রানী মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা জানান, একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ এটিএম কার্ড ফ্রী গ্রাহক ভোটার আইডি কার্ড এর ফটোকপি ২ কপি পাসপোর্ট সাইজ ছবি নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে একাউন্ট খোলা যাবে, একাউন্ট পরিচালনায় বাৎসরিক কোন সার্ভিস চার্জ নেই। বিশেষ সুবিধা সপ্তাহের সাতদিন শনি থেকে শুক্রবার নগদ জমা ও উত্তোলন করা যাবে। সঞ্চয় কারেন্ট ও সুদ মুক্ত ইসলামী একাউন্ট খোলা যাবে। ডিপিএস প্রতিমাসে ৫০০ থেকে ৫০,০০০ হাজার করা যাবে, ফিক্সড ডিপোজিট এফডিআর ৩,৬,১২,২৪ ,৩৬ মাস মেয়াদী রাখা যাবে। এছাড়াও বিদ্যুৎ বিল গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাচ বাংলা ব্যাংকের পদ্মাপুকুরের পাখিমারা এজেন্ট শাখার প্রতিনিধি শামিম হোসেন রানা।