আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে স্বর্গীয় কার্ত্তিক বাবু স্মৃতি ৪ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সরাপপুর অগ্রণী যুব সংঘের আয়োজনে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি স্বর্গীয় কাত্তিক বাবুর জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক, সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজ্যেশ্বর দাশ।
উদ্বোধনী খেলায় চাম্পাফুল ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৭ রান করে। জবাবে সরাপপুর অগ্রণী যুব সংঘ ক্রিকেট দল ২৭ ওভারে ১৩৮ রান করে অল আউট হয়ে যায়। আম্পায়ারের দায়িত্ব পালন করেন, লিটু ও আরিফুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সজল ও আঃ রহিম। অনুষ্ঠানে শোভনালী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, খেলার সার্বিক ব্যবস্থাপক ও কামালকাটি হাই স্কুলের সভাপতি সঞ্জয় কুমার দাশ, সরাপপুর হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, মশিউরিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আনন্দ মোহন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।