সকাল ডেস্ক : বাঁধা পেরিয়ে এগিয়ে যাবে পত্রদূত। কোন অশুভ শক্তি পত্রদূতকে রুখতে পারবে না। সততা ও নিষ্ঠার সাথে পত্রদূত এগিয়ে যাচ্ছে। পত্রদূতের সংবাদ সারথীরা কখনো অন্যায় অসত্যের কাছে আপোষ করেনি। দুর্নীতির বিরুদ্ধে পত্রদূতের অবস্থান। মহান মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, পর্যটন, ব্যবসা, বাণিজ্যের প্রসারে পত্রদূত তুলে ধরে বহুমুখী খবর।
সমস্যা ও সম্ভাবনার কথা বলে পত্রদূত। দৈনিক পত্রদূত জনগণের পত্রিকা। পাঠকই পত্রদূতের প্রাণ। কোন ষড়যন্ত্রই পত্রদূতের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। পত্রদূতের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীনকে মানুষ চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। স. ম. আলাউদ্দীন মিশে আছেন মানুষের হৃদয়ে। দৈনিক পত্রদূতের ২৮তম প্রতিষ্ঠা উপলক্ষে প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন।
শনিবার (২১ জানুয়ারি) সাতক্ষীরার কুরাইশী ফুডপার্কে ওই সভা অনুষ্ঠিত হয়। দৈনিক পত্রদূতের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ জাভিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সহকারী সম্পাদক সাখাওয়াতউল্যাহ, চীফ রিপোর্টার আব্দুস সামাদ, অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার, কলারোয়া প্রতিনিধি শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শ্যামনগর প্রতিনিধি সামিউল মনির, আশাশুনি ব্যুরো প্রধান এসএম আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি আরিফ মাহমুদ, আশাশুনি সংবাদদাতা আব্দুস সামাদ বাচ্চু, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি আব্দুল হালিম, মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি পিযুষ বাওয়ালিয়া, পারুলিয়া দেবহাটা) প্রতিনিধি রাজু আহমেদ, খেশরা (তালা) প্রতিনিধি এসআর আওয়াল, সীমান্ত প্রতিনিধি আসাদুল হক, খলিষখালি (তালা) প্রতিনিধি শাহিন আলম, খোরদো (কলারোয়া) প্রতিনিধি এম আইউব হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতের উপদেষ্টা পরিষদের সদস্য শফিউল ইসলাম খান, সহকারী সম্পাদক সুদয় কুমার মন্ডল, বিশেষ প্রতিনিধি নিয়াজ কওছার তুহিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি এম এ রহিম, কেশবপুর প্রতিনিধি এম এ রহমান, নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলিম, নিজস্ব প্রতিনিধি হোসেন আলী, দেবহাটা ব্যুরো প্রধান আব্দুল ওহাব, ম্যানেজার এসএম রফিকুল ইসলাম, কম্পিউটার অপারেটর এন্ড গ্রাফিক্স ডিজাইনার আব্দুল্লাহ আল মামুন স¤্রাট, নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, মো: আরিফ মাহমুদ, মো: আব্দুর রহিম, নাজমুস শাহাদাৎ জাকির, মো: সেলিম হোসেন, শেখ হেদায়েতুল ইসলাম, জাবের হোসেন, মো: ইব্রাহীম খলিল, এসএম হাসান আলী বাচ্চু, আল মামুন, নগরঘাটা (তালা) প্রতিনিধি মোজাফ্ফর রহমান, বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি আব্দুর রব, দেবহাটা সংবাদদাতা আজিজুল হক আরিফ, শার্শা (যশোর) প্রতিনিধি মো: আলী হোসেন, কৈখালি (শ্যামনগর) প্রতিনিধি মনির হোসাইন, রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি মো: আক্তার হোসেন, কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি ওহিদুজ্জামান খোকা, প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি মিলন কুমার বিশ্বাস, কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি আবির হোসেন লিয়ন, শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি মো: শহিদুল ইসলাম, মেশিনম্যান আমিনুর রহমান, অফিস স্টাফ জাহিদ দপ্তরী প্রমুখ।
##