সাতক্ষীরা সদরের বিনেরপোতায় এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের আয়োজনে বৃহষ্পতিবার সকালে কলেজ মিলনায়তনে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্রের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্ত’র পরিচালনায় সরস্বতী পূজার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও কলেজ পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মো: মকসুদুর রহমান। বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক সমরপাল, পাল শুভাশীষ, যোগেশ চন্দ্র সরকার, গৌরঙ্গ কুমার, প্রণব রঞ্জন বৈরাগী, বন্দনা ভট্টাচার্জ, খন্দকার আনিসুর রহমান। এসময় কলেজের শিক্ষক কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি