বাবলা আহমেদ, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা আহমেদ তাথৈ গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত ১৯ থেকে ২৭ জানুয়ারি “৩২ তম এশিয়া প্যাসেফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩” সফলতার সাথে সম্পন্ন করলো। শুক্রবার ২৭ জানুয়ারী সে নিজ বাড়িতে প্রিয়জনদের কাছে প্রত্যাবর্তন করেছে।
সে কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি , বিশিষ্ট ব্যবসায়ী বাবলা আহমেদ ও প্রান্তিক নারী কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহ-সভাপতি সুরাইয়া আফরোজ সুমির একমাত্র কন্যা এবং কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম ও মোছাঃ লুৎফুন্নেছা বেগমের একমাত্র নাতনি । উল্লেখ্য এই স্কাউট জাম্বুরীতে বাংলাদেশ সহ ৫৪ টি দেশ অংশগ্রহণ করেছে। তাথৈ বড় হয়ে নৌ বাহিনীর কর্মকর্তা হতে চায়।সে জাতীয় পর্যায়ের জাম্বুরী সফলভাবে সম্পন্ন করায় কালিগঞ্জ প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।