কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় কালিগঞ্জ কলেজ এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে ২০২২ ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা আওলীগের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, বক্তব্য রাখেন কালিগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ফাইম ও কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি নেছার প্রমুখ।