আলী নেওয়াজ, আশাশুনি : আশাশুনির বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্কুল হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গভর্নিং বডির দাতা সদস্য রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, গভর্ণিং বডির সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বিদ্যোৎসাহী সদস্য, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব মাষ্টার। অনুষ্ঠানে ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, সাংবাদিক শফিকুল ইসলাম, গভর্নিং বডির সদস্য আমিরুল ইসলাম, সদস্য মুকুল সানা, মুজিবুর রহমান সানা, মনিরুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আছাদুল ইসলাম ফকির, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবাগত ৩ শতাধিক ছাত্রছাত্রীকে বরণ করে নেওয়া হয়।