রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে গাছে গাছে ভরে গেছে আমের মুকুল, বাতাসে বইছে মৌ মৌ গন্ধ

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ

বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : কুহেলী উত্তরী তলে মেঘের সন্ন্যাসীর যখন বিদায়ের বাদ্যি বাজছে, এমনই মহেন্দ্রক্ষণে গাছে গাছে আমের মুকুল বসন্তের আগমনী বার্তা শোনাচ্ছে। বৃক্ষরাজিবেষ্টিত ছায়া ঘেরা পাখি ডাকা প্রকৃতির বর পুত্র কালিগঞ্জ, সুজলা সুফলা শস্য শ্যামলা এই উপজেলায় প্রকৃতি যেন তার রূপের সবকটি দ্বার খুলে দিয়েছে। এর প্রত্যেকটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে রয়েছে প্রচুর আমগাছ।

বাংলাদেশের ভিতর আম উৎপাদনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অন্যতম। এই উপজেলার আম গাছগুলো মুকুলে মুকুলে ভরে গেছে। শীতের শেষ অংশে নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে গাছে গাছে আমের মুকুল। আর এ মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মনকে করে তুলছে আরো প্রাণবন্ত। কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর গাছে মুকুলের পরিমাণ বেশি।

আমচাষী এবং সংশ্লিষ্ট কৃষি স¤প্রসারণ অধিদফতর এবার আমের বাম্পার ফলনের আশা করছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং সময়মতো পরিচর্যা হলে চলতি মৌসুমে আমের ফলন ভালো হবে। আর এ কারণেই আশায় বুক বেধে আমচাষীরা শুরু করেছেন পরিচর্যা। তাদের আশা, চলতি মৌসুমে তারা আম থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। অত্র এলাকায় আমের চাহিদা মিটিয়ে এই এলাকার আম বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন প্রান্তে যায়। কালিগঞ্জ সদরের মথুরেশপুর, কুশলিয়া, কৃষ্ণনগর, নলতা, ভাড়া সিমলা, তারালি, রতনপুর, মৌতলা, বিষ্ণুপুর, দক্ষিণ শ্রীপুর, ধলবাড়িয়াসহ প্রায় সব এলাকাতেই রয়েছে আমবাগান। লাভজনক হওয়ায় প্রতি বছরই আম বাগানের সংখ্যা বাড়ছে।

তবে গড়ে ওঠা নতুন আম বাগানগুলোর প্রায়ই বনেদি জাতের, বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, গোবিন্দভোগ, হিমসাগর, আ¤্রপালী ও মল্লিকা জাতেরই গাছ বেশি হচ্ছে। সাতক্ষীরার কালিগঞ্জ এলাকার কৃষ্ণনগরের আমচাষী নজরুল ইসলাম জানান, এ বছরের আবহাওয়া আমের জন্য অনুকুলে রয়েছে। গত বছরের চেয়ে টানা শীত ও কুয়াশার তীব্রতা এ বছর অনেক কম। গতবারের মতো মৌসুমের শুরুতে শিলাবৃষ্টিও হয়নি। শিলা বৃষ্টি হলে আমের মুকুলের প্রচুর ক্ষতি হয়।সামনে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। তাই আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যথেষ্ট শঙ্কাও কাজ করছে। তবে পরিস্থিতি অনুক‚লে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে জানান তিনি।

আমচাষী পরিতোষ জানান, সারা বছর আমরা গাছের পরিচর্যা করি, সেজন্য প্রতি বছরই আমের ভালো ফলন পাওয়া যাচ্ছে। নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মোঃ শামিউল আলীম জানান আমের মুকুল থেকে সংরগ্রহ পর্যম্ত তিনবার ( মুকুল অবস্থা, আমের মটর দানা অবস্থা ও বীজ শক্ত হবার আগ মুহূর্ত) স্প্রে করার প্রয়োজন। তিনি চাষীদের স্প্রের জন্য ডাইথেন এম -৪৫ ছত্রাকনাশক ও সাইপারমেথ্রিন গ্রæপের কট বা রিপকর্ট ব্যাবহারের পরামর্শ প্রদান করেছেন।

কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন এ প্রতিনিধিকে জানান এবছর কালিগঞ্জ উপজেলায় ৮৩৫ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। যদি আবহাওয়া এমন থাকে, অতি কুয়াশা এবং শিলা বৃষ্টি না হয়, তাহলে আমের বাম্পার ফলন হবে বলে তিনি ধারণা করছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

নদীর প্রাণ যারা কেড়ে নিতে চাচ্ছে, তারা দেশের শত্রু : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

শ্যামনগরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় জামাইকে মেরে মাথা ফাটালো শ্বশুর

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

ইটাগাছা পুর্বপাড়া মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

কালিগঞ্জে ১০১ টি পরিবারের মাঝে নতুন ঘর ও দলিল হস্তান্তর

খেলোয়াড়রা শুধুমাত্র খেলোয়াড় না, সে একজন অভিনেতা- জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

শিশুর বিকাশে শিক্ষকের করণীয়

এসআই প্রহ্লাদকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বুধহাটায় মানববন্ধন

দেবহাটায় নব নির্মিত ড্রেনের ফলক উন্মোচন

তালার খলিলনগরে ১৩১৫ পরিবারের মাঝে চাল বিতরণ