নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় লেক ভিউ প্রথম বিভাগ ৮ দলীয় ক্রিকেট লীগ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় ও লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে লেক ভিউ প্রথম বিভাগ লীগ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ইদ্রিস বাবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশের ডিআই (১) এসএম জাহিদ বিন আলম, সাতক্ষীরা তুফান কোম্পানীর চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, নির্বাহী সদস্য আব্দুল মান্নান, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মীর তাজুল ইসলাম রিপন, ফারহা দিবা খান সাথি, জিয়াউল বিন সেলিম যাদু, আকতারুজ্জামান মুকুল, প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, আলতাফ হোসেন, বিসিবি প্রশিক্ষক মোফাসেরুল হক তপু, মুন্সিপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক দিপু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে লেক ভিউ প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করেন। উদ্বোধনী খেলা মুন্সিপাড়া যুব সংঘ বনাম যুব গনমুখী সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় যুব গণমুখী সংঘ টসে জিতে ব্যাট করতে নেমে ৩৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান করে। জবাবে মুন্সীপাড়া যুব সংঘ ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করে। ফলে মুন্সীপাড়া যুব সংঘ ৫উইকেটে জয়লাভ করে। বুধবার সাতক্ষীরা স্টেডিয়ামে তুফান স্পোর্টিং ক্লাব বনাম গফফার স্মৃতি সংসদ এর মধ্যে ২য় দিনের খেলা অনুষ্ঠিত হবে।