নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পাঁচদিনব্যাপী গীতি-নৃত্যালেখ্য ও যন্ত্র সংগীত (তবলা) কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ১১ ফেব্রুয়ারি-২০২৩ শনিবার সন্ধা ৭টায় শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী গীতি-নৃত্যালেখ্য ও যন্ত্র সংগীত (তবলা) কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক শহিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সদস্য কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু। এছাড়া উপস্থিত ছিলেন প্রশিক্ষক খুলনার মিজানুর রহমান সোহাগ, যশোরের বাসুদেব বিশ্বাস, নাহিদা পান্না ও বিশ্বজিৎ সাহা প্রমুখ।
পাঁচদিনব্যাপী গীতি-নৃত্যালেখ্য ও যন্ত্র সংগীত (তবলা) কর্মশালার সমাপনি অনুষ্ঠানে ১৫১ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।