সকাল রিপোর্ট : গুণিজনদের পদচারনায় মূখরিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকা অফিস। ১১ ফেব্রুয়ারি শনিবার রাতে ‘দৈনিক সাতক্ষীরার সকাল’ পত্রিকার অফিসে পত্রিকাটির সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান’র আমন্ত্রণে অফিস পরিদর্শনে আসেন খুলনা সরকারি সুন্দরবন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: মিজানুর রহমান, বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা ও সাতক্ষীরার সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা মো: আবুল আলম, কবি ও সাহিত্যিক মো: সিরাজুল ইসলাম, নাট্যশিল্পী মো: ইউনুস আলি। তাঁরা সাতক্ষীরার সকাল পত্রিকাটির অফিসরুম ঘুরে ঘুরে দেখেন এবং সংক্ষিপ্ত মন্তব্য করে জানান।
এসময় খুলনা সরকারি সুন্দরবন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: মিজানুর রহমান সাতক্ষীরার আন্ত:উন্নয়নে সকল পত্রিকার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান। তিনি বলেন, দৈনিক সাতক্ষীরার সকাল অত্যন্ত নতুন একটি পত্রিকা, পত্রিকা অফিসটি খুবই নান্দনিক। অফিসে কর্মরত সাংবাদিকদের ব্যবহার ও আথিয়েতায় আমি মুগ্ধ। পত্রিকাটি বস্তু নিষ্ঠ ও তথ্য বহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাতক্ষীরার গন্ডি পেরিয়ে সারা দেশে ছড়িয়ে যাবে সেই প্রত্যাশা ও শুভ কামনা করি। বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা ও সাতক্ষীরার সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা মো: আবুল আলম বলেন, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার গেটআপ সেটআপ খুবই সুন্দর, সাজানো গোছানো।
এখানে আসার কোন প্রস্তুতি ছিলোনা। কিন্তু হঠাৎ কাকতালীয় ভাবে চলে আসলাম। এসেই পত্রিকা অফিসের পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি। পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করি। কবি ও সাহিত্যিক মো: সিরাজুল ইসলাম ও নাট্যশিল্পী মো: ইউনুস আলি অভিব্যক্তি ব্যক্ত করে জানান, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকা আগে কখনো দেখিনি, তবে নাম শুনেছি। অনলাইনে ফেসবুকে দেখেছি, আজকে স্বচক্ষে দেখে পরিবেশ পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হলাম। এসময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সহ বার্তা সম্পাদক আলতাফ হোসেন বাবু, গ্রাফিক্স ডিজাইনার আবু সাঈদ।
##