শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলার বৃহত্তম সোনা বাড়ীয়া বাজারে দীর্ঘ ১০ বছর ধরে চলতে থাকা দুর্ভোগের অবসান ঘটালেন বর্তমান ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। তিনি ক্ষমতা গ্রহণের পর ইউনিয়নের নানান সমস্যা চিহ্নিত করে সেগুলো একের পর এক সমাধান কওে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি দীর্ঘ দিনের কয়েকটি অমীমাংসিত কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করে বেশ প্রসংশিত হয়েছেন।
সর্বশেষ গত ১০ ফেব্রæয়ারী সোনাবাড়ীয়া বাজারের আধুনিক গণ শৌচাগার টি দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর জন সাধারণের জন্য উন্মুক্ত করে দেন চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল বলেন, সোনাবাড়ীয়া বাজারের আধুনিক গণ শৌচাগারটি নির্মাণের পর থেকেই তালাবদ্ধ অবস্থায় ছিল।
আমরা এটি উন্মক্ত করতে গিয়ে দেখি গণ শৌচাগারের উল্টর সাইটে পুকুর পাড়ে যে হাউজটি আছে সেটির খুব জরাজীর্ণ অবস্থা। এটি সংস্কার না করে উন্মুক্ত করা সম্ভব ছিলনা। এরপর খুব দ্রæত আমরা একটি বাজেট ব্যবস্থা করে হাউস সংস্কারের কাজ শুরু করি।
তিনি আরও বলেন, এখানে সম্পূর্ণ নতুন একটি হাউস করতে হয়েছে। পুরো কাজ শেষ করতে বেশ সময়ও লেগেছে। এর পর বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে আলোচনা করে গণ শৌচাগারটি উন্মুক্ত করাহয়। সোনা বাড়ীয়া বাজারের কয়েক জন ব্যবসায়ী বলেন, বিগত দিন গুলোতে কোনো জনপ্রতিনিধির এটি নিয়ে মাথা ব্যাথা ছিলনা। কিন্তু বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর আশ্বাস দিয়ে ছিলেন গণ শৌচাগারটি সবার জন্য উন্মুক্ত করে দিবেন। অব শেষে তিনি কথা রাখলেন