তৈয়েবুর আশাশুনি ইউনিয়ন প্রতিনিধি : আশাশুনির মহিষকুড় থেকে মটর সাইকেল চুরিকালে পেশাদার চোর রাশিদুল জনতার হাতে আটক হয়েছে। স্থানীয় জনতা গণধোলাই শেষে থানা পুলিশে সোপর্দ করেছে। থানা ও মটর সাইকেল মালিক সূত্রে জানাগেছে, বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার মহিষকুড় মৎস্য সেটে শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপুর সহোদর তপন বাছাড়ের ১৫০ সিসি পালসার (সাতক্ষীরা-ল-১২-১৮১৪) মটর সাইকেল রাখা ছিল।
এ সময় সুযোগ বুঝে শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের রুস্তম গাজীর ছেলে পেশাদার মটর সাইকেল চোর রাশিদুল (২৪) মটর সাইকেলের ডুবিøকেট চাবি দিয়ে খুলে চালানোর চেষ্টাকালে স্থানীয় জনতা হাতে-নাতে ধরে ফেলে। সাথে মৎস্যসেটে থাকা জনতা গণধোলাই শেষে মটর সাইকেলসহ থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, গত রোববার রাত ৯ টার দিকে মহিষকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাউবো’র বাঁধের উপর থেকে একই ধরনের মটর সাইকেল ১৫০ সিসি পালসার (খুলনা-মেট্রো-ল-১১-৮৭৯১) হারিয়ে যায়।
যার মালিক ওই ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার মোল্যা। মটর সাইকেল চোর রাশিদুল স্বীকারোক্তি মোতাবেক আশাশুনি থানার এসআই গাজী নূর-নবী মটর সাইকেলটি শ্যামনগর উপজেলার বংশিপুর একটি ব্যবসা প্রতিষ্ঠানের ঘর থেকে বিকালে উদ্ধার করেন। এবিষয়ে এসআই গাজী নূর-নবীর জানান, তার বিরুদ্ধে ২ ডজ্জনাধিক মটর সাইকেল চুরির মামলার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তপন বাছাড় বাদি হয়ে আশাশুনি থানায় মামলা করেছে।মামলা নং-১৩ ( ১৫/০২/২৩) ।