বাবলা আহমেদ, কালিগঞ্জ : সাতক্ষীরার কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল মিস্ত্রী আশারাফ হোসেন(৩৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। সে উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের শহিদুল সরদারের ছেলে। ১৫ দিন আগে কালীগঞ্জের মোসলেমের হাট নামক স্থানে তার নিজস্ব মোটরসাইকেল গ্যারেজের সামনে মোটরসাইকেল টেস্টিং এর সময় দুর্ঘটনাটি ঘটে। সে বুকে আঘাত পেলে, তাকে দ্রæত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১টার সময় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমায়। পারিবারিক জীবনে তার ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রীকে রেখে গেছে। তার মৃত্যুতে পরিবার ও গ্রামের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।