রবিউল ইসলাম, পাটকেলঘাটা : পাটকেলঘাটায় সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় ৭জন কে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, রবিবার সকালে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার আসামী কে গ্রেফতার করে। এদের মধ্যে সি আর ৪২/১৯ এর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী মিঠাবাড়ী গ্রামের হাসিদুল রহমান সরদারের পুত্র সুমন রেজা সরদার, নারী ও শিশু নির্যাতন মামলা ৩৫৪/২০ এর আসামী নগরঘাটা গ্রামের আবব্দুর রাজ্জাক বিশ্বাসের পুত্র শাহনি হোসেন, মৃত ইনাত বিশ্বাসের পুত্র আব্দুর রাজ্জাক বিশ্বাস, জি আর ৬৪২/০৬ এর আসামী সরুলিয়ার মৃত গফুর সরদারের পুত্র খলিল সরদার, সিসি ২৪৪/২১ এর মামলায় মিঠাবাড়ী গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র হযরত আলী সরদার, সিসি ৪৫৭/২১ এর মামলার আসামী কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত নান্টু শেখের পুত্র মোস্তফা শেখ, সিআর ২৩০/২২ এর আসামী কুমিরা পূর্বপাড়ার আলী সরদারের পুত্র আবুল সরদারকে গ্রেফতার করে জেল সহাজতে পাঠিয়েছে।