নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় পুলিশ কনস্টবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র জালিয়াতি করায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম শান্তনু মন্ডল। তিনি সাতক্ষীরা আশাশুনির নাকতাড়া এলাকার সতীশ মন্ডল ও অনিমা রানী’র ছেলে।
আটকের পর ওই যুবককে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল আমিন। মামলা নং- ৬৮/২০২৩।
সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান জানান, পুলিশ কনস্টবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত প্রাথমিক যাচাই-বাছাই পত্র জালিয়াতির দায়ে শান্তনু মন্ডল নামের এক যুবককে আটক করাহয়। আটকের পর ওই যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জালিয়াতির দায়ে সাজাপ্রাপ্ত শান্তনু মন্ডলকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।