বিলাল হোসেন : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি এলাকার এক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান অনিতা এন্টার প্রাইজের জিও ব্যাগ প্লেসিং করা ছিল। হঠাৎ ঐ এলাকায় উপক‚ল রক্ষা বাঁধে ফাটল লাগার কারনে পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা দেখা যাচ্ছে সেই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় এক শ্রমিক সরদারের নেতৃত্বে বালু ভর্তি পুরানো জিও ব্যাগ কেটে নতুন জিও ব্যাগে ভরাট করে খালী জিও ব্যাগ নদীতে ফিলে দেওয়া হয়েছে যানাযায় ।
সরজমিনে দেখা যায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের শ্রমিক সরদার আইয়ুব আলীর নেতৃত্বে দূর্গাবাটি এলাকার আলামিন, আনিছুর, হাকিম আলী সহ ১৩ জন শ্রমিক জিও ব্যাগে বালু ভর্তির কাজ করছেন। এক বছর আগে বালু দিয়ে প্লেসিং করা জিও ব্যাগ কেটে বালু নতুন জিও ব্যাগে দেওয়ার কাজ করছেন সাথে পুরানো জিও ব্যাগ খালী হয়ে যাচ্ছে সেগুলো নদীতে ফেলে দিচ্ছেন। কর্মরত শ্রমিকদের কাছে পুরানো বালু ভর্তি জিও ব্যাগ কেটে নতুন জিও ব্যাগে বালু দেওয়ার বিষয়ে তারা কোন কথা বলেনি।
শ্রমিক সরদার আইয়ুব আলী তাদের কাজ দেখিয়ে দিয়ে সাতক্ষীরা গেলেও তিনি বলছেন যে আমার শ্রমিকরা কাজ করছেন কিন্তু জিও ব্যাগ কেটে বালু নিয়ে কাজ করলে সেসব শ্রমিকদের মেরে ফেলতে হবে। এদিকে শ্রমিক সরদার আইয়ুব আলী ছাত্রলীগ নেতা পরিচয় দানকারী বাপ্পি নামের এক যুবকে দিয়ে বিভিন্ন ভাবে প্রতিবেদক কে ম্যানেজ করার চেষ্টা করছেন।
এদিকে স্থানীয় দেবদাস মন্ডল জানায় যে অতি মুনাফার লোভে বালু না কিনে এক বছরের ও বেশি সময় আগে প্লেসিং করা জিও ব্যাগ কেটে বালু নিচ্ছেন এ শ্রমিক সরদার। দূর্গাবাটি এলাকার রবীন্দ্রনাথ মন্ডল জানায় শ্রমিক সরদার বলেন এক মুরগি দুই বার জোবাই করার মতো করছে এর আগে এ ব্যাগ দেখিয়ে টাকা নিয়েছে আর এবার শুধু ব্যাগ পরিবর্তন করে আবার টাকা নেবে। স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন পুরানো জিও ব্যাগ নদীতে কিছু ফেলে দিয়েছেন আর কিছু কর্মরত শ্রমিকরা তাদের বাড়ির কাজে লাগাবেন বলে নিয়ে গিয়েছেন। পুরানো জিও ব্যাগ কেটে নতুন জিও ব্যাগ ভর্তি করা এসব ব্যাগ ভাঙ্গন কবলিত বিভিন্ন স্থানে দেওয়া হবে বলে জানা যায়।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা সত্যতা নিশ্চিত করে বলেন জিও ব্যাগ কাটার ঘটনা জানতে পেরে তাদের আমাদের সাইট থেকে বের করে দেওয়া হয়েছে এর পরে আর আমাদের সাইটে ঐ শ্রমিক না কাজ করতে পারে এবিষয়ে আমরা ব্যাবস্থা গ্রহন করবো।