নিজস্ব প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা পানি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা কমরেড শহীদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে উপজেলা পানি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি কমিটির বিশেষজ্ঞ প্রফেসর মোঃ হাশেম আলী, বক্তব্য রাখেন তালা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সেলিম আক্তার স্বপন, উপজেলা পানি কমিটির সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জি এমন আব্দুস সালাম, প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মাহতাব হোসেন, সদস্য বিজলি মন্ডল, বুলু চক্রবর্তী ,লাভলি খাতুন, জি এম আমানুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সার্বিক সঞ্চালন করেন দিলিপ কুমার সানা।