শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

জাতীয় সংগীত প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ১০, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

তাপস সরকার, তালা : সাতক্ষীরার তালার শাহাজাদপুরে সমাজভিত্তিক সংগঠন ‘বিকিরণ’ কর্তৃক জাতীয় সংগীত প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১০ মার্চ) দুপুরে বিকিরণ কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। বিকিরণের চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন (পাঁপড়ি), খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম (লাল্টু), প্রফেসর ড. এ এইচ এস এম কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, প্রভাষক রাজিব হোসেন (রাজু), বীর মুক্তিযোদ্ধা শেখ আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক তরুণ কুমার দাশ প্রমুখ। প্রধান অতিথি ঘোষ সনৎ কুমার বলেন, বিকিরণ বরাবরই ব্যতিক্রমধর্মী আয়োজন করে।

এ আয়োজনটিও ছিলো অনন্য। শুদ্ধস্বরে জাতীয় সংগীত আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার জাতীয় সংগীতকে শুদ্ধভাবে চর্চার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছেন। যা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানের সভাপতি বিকিরণ চেয়ারপার্সন একে হিরু বলেন, জাতীয় সংগীতের শুদ্ধ চর্চা আমাদের জন্য খুবই প্রয়োজন। শুদ্ধস্বরে এ সংগীত না গাইতে পারলে দেশের প্রতি ঠিকমতো সম্মান দেখানো হয় না। আমরা একাত্তরের মুক্তিযোদ্ধায় জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা রেখেই ঝাপিয়ে পড়েছিলাম।

উল্লেখ্য, এসময় বিকিরণের আয়োজনে ১৬ ফেব্রæয়ারি অনুষ্ঠিত জাতীয় সংগীত প্রতিযোগিতায় স্থানীয় ৪ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৫ টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা দলগতভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় মাধ্যমিক স্তরে শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রথম, কেএসডি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দ্বিতীয় এবং দক্ষিণ শাহাজাতপুর দাখিল মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করে। পাশাপাশি প্রাথমিক স্তরে পশ্চিম খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় এবং উত্তর শাহাজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখার উদ্বোধন

এমপি রবির সাথে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

কালীগঞ্জে পাক হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

খাজরায় অতি দরিদ্রদের ভাতাভোগী সম্পৃক্তকরণ সভা

ফিংড়ী ইউনিয়ন পরিষদে নারিকেলের চারা বিতরণ

বাংলাদেশ গড়তে নেতার নয়, নীতির পরিবর্তন দরকার: মুহাদ্দিস রবিউল বাশার

শ্রমিক সমাবেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান এমপি সেঁজুতির

পাঠ দানের অনুপযোগী ১৩৫ নং উত্তর ঘোনা সরকারী প্রথমিক বিদ্যালয়

চাকরি ছেড়ে ইউটিউব দেখে ড্রাগন চাষে লাল্টু ঘোষের সফলতা

শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মিলটনের জন্মদিন পালন