বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : “স্কাউট করব, স্মার্ট বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ছয়দিন ব্যাপী চতুর্থ স্কাউট সমাবেশের উদ্বোধন করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সোমবার (১৩ মার্চ) বিকাল ৫ টায় অনুষ্ঠিত সমাবেশে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ।