দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে ১২ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী ও নিয়মিত চুরি মামলার ২ জনসহ মোট ৩ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ’র নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২৯ সেপ্টেম্বর এসআই(নিঃ) মাহাবুর রহমান, সংঙ্গীয় ফোর্সসহ নওয়াপাড়া এলাকা থেকে ১২ বোতল ফেনসিডিলসহ নওয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার গাজী ওরফে বাঙ্গালের ছেলে তরিকুল ইসলাম(৩২) কে গ্রেফতার করেন।
একই তারিখ এসআই (নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) শফিকুল ইসলাম, এএসআই (নিঃ) শামীম হোসেন সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং-০৬ তারিখ- ০৫/০৯/২০২২ খ্রিঃ হাদিপুর গ্রামের জিন্নাত আলী গাজীর ছেলে পিয়ার আলী (৩৫), দক্ষিন সখিপুর গ্রামের আজিজুল সরদারের ছেলে রমজান আলী (৩৮) কে গ্রেফতার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।