তাসকিন আহমেদ, কুলিয়া : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ২০মার্চ সোমবার বিকাল ৪টায় ০১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ১নং ওয়ার্ড বহেরা বাজারে ০১ ওয়ার্ডের ইউপি সদস্য শামসুজ্জামান ময়নার সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনির সঞ্চালনায় উন্মুক্ত উন্নয়ন মূলক ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা ফতেমা খাতুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি মোশলেম মোল্ল্যা ও সাধারন সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাইটু গ্রো প্রজেক্ট পাটনার ও এইচ এল পি ফাউন্ডেশনের প্রকল্প ইনচার্জ আব্দুল মান্নান ও সি ডি এস প্রতিনিধি এস এম ফরিদ প্রমুখ।
পরে বিকাল ৫টা থেকে যথাক্রমে ০৩নং ওয়ার্ড পুষ্পকাটি সরদার বাড়ির মোড়ে ইউপি সদস্য গোলাম রব্বানীর সভাপতিত্বে ও ০২নং ওয়ার্ড বালিয়াডাঙ্গা, আশুমার্কেটে ইউপি সদস্য আব্দুল হান্নানের সভাপতিত্বে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষে উন্মুক্ত আলোচনা করা হয়।