সকাল ডেস্ক : সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ ২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ঘর উদ্বোধন সংক্রান্ত প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, চতুর্থ পর্যায়ে আগামী ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলায় মোট ৩৬৩টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২শতাংশ জমির কবুলিয়ত দলিল ও সেমিপাকা ঘর হস্তন্তরের উদ্বোধন করবেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ জোহরা, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী ও সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনসহ গণমাধ্যম কর্মীরা।