আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ সার ও কীটনাশক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিজ্ঞ আদালত ব্যবসায়ী অলোক দেবনাথ কে ১৫০০ টাকা, নিত্যরঞ্জন ঘোষ কে ১৫০০ টাকা ও মতিনুর রহমান কে ১০০০ টাকা জরিমানা করেন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান উপস্থিত ছিলেন।