অহিদুজ্জামান : সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রথম তিন দিনের অভিযান শেষ হয়েছে। তৃতীয় দিন বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে সাতক্ষীরা শহরের লাবনী মোড় থেকে শুরু করে বাঁকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) খুলনা জোনের ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়।
এসময় সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ জিয়াউদ্দীন, সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দীন আহমেদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান কালে নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দীন আহমেদ বলেন, সাতক্ষীরা-কালিগঞ্জ পর্যন্ত সড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় দিনের অভিযান বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হয়ে শেষ হয়েছে এবং পরবর্তী নির্দেশনায় অভিযান চলমান থাকবে।