অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় উপজেলা সদরের সাবেক ইউপি সদস্য আরমান হোসেন গ্রেফতার হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্র জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং- ২৩/০৩/২০২৩ তারিখ, এসআই (নিঃ) শেখ গোলাম আজম সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং- ০১, তাং- ০৩/০৩/২০২৩, ধারা-৩৫৭/৩৮০ পিসি এর আসামী দেবহাটা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আরমান হোসেন (৪২) কে গ্রেফতার করেন। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, আটককৃত আরমান হোসেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, বিজিবি সদস্য হত্যাসহ একাধিক মামলা রয়েছে।