নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের প্রথম দিনে সরকারি শিশু পরিবার (এতিমখাতে) শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। শুক্রবার (২৪ মার্চ) ১লা রমজান সরকারি শিশু পরিবার (এতিমখাতে) তিনি এ ইফতার করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রোকোনুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাবু খান, যুবলীগ নেতা আব্দুল কাদের, সাংবাদিক গাজী আসাদ, শফি, আখতারুল, টিটু, মিঠু, সবুজ, আলিম প্রমুখ।
সদর উপজেলা জেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সৌজন্যে অর্ধশতাধিক এতিম শিশুকে এসময় ইফতার করানো হয়। এর আগে বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহŸায়ক শরিফুল ইসলাম খান বাবুর নিজস্ব অর্থায়নে শহরের ২৫০ জন পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।