শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ছুটির দিনে জমে উঠেছে গুড় পুকুরের মেলা : সময় বাড়ানোর দাবী ব্যবসায়ীদের

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ

সকাল ডেস্ক : শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। স্টল-প্যাভিলিয়নগুলোতেও বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। প্রায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু হয়েছে গত ২০ সেপ্টেম্বর। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মেলায় ভীড় না হলেও দুপুর গড়িয়ে বিকেল হবার সাথে সাথে মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। আর বিশেষ করে শুক্রবার এবং শনিবার ছুটির দিন হওয়ায় তিল ধরার ঠাঁই থাকছে না মেলা প্রাঙ্গণে।

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাকপার্কে পৌর দীঘির পাড়ে নান্দনিক রূপ আর সৌন্দর্যের পেখম খুলে বসেছে গুড়পুকুরের মেলা। দর্শনার্থীদের চিত্তবিনোদনে মেলায় নাগরদোলা, নৌকা ও ট্রেনসহ রয়েছে নানান ধরনের প্রদর্শনীর আয়োজন। শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুব-বৃদ্ধ সবাই ঐতিহ্যবাহী এ মেলার আনন্দ উপভোগ করছেন। স্বজনদের নিয়ে নাগরদোলায় উঠে উপভোগ করছেন অনাবিল আনন্দ। শিশুরা চড়ছে তাদের পছন্দের জাম্পিংসহ নানান রাইডারে।

এবারের মেলায় কসমেটিক্স, বাহারী পোশাক ও জুতার পশরা সাজিয়ে বসেছেন দোকানীরা। এছাড়াও রয়েছে দা, বটি, কোদাল, খাট-পালংসহ বাহারী খাবারের আয়োজন। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলায় স্টল দিয়েছেন। স্টলগুলো সাজানো হয়েছে নান্দরিক রূপে। শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও পৌর দীঘির পাড়কে মুড়ে দেয়া হয়েছে সৌন্দর্যের মোড়কে।

অধিকাংশ ব্যবসায়ীরা জানান, আমরা যেমনটা আশা করেছিলাম, বিক্রি ততটা হয়নি। তবে যদি মেলার সময় আরও কিছু দিন বাড়ানো হয় তাহলে আমাদের বিক্রি বাড়বে। অন্যান্য সময়ের তুলনায় এবারের বেচাকেনা অনেক খারাপ।

এদিকে গুড় পুকুর মেলার সময় আরও কয়েকদিন বাড়ানোর দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলেন, করোনার কারণে গত দুই বছর মেলা না হওয়ায় এবছর প্রথম থেকে প্রত্যাশিত ক্রেতা আসেনি। শেষদিকে এসে ক্রেতাদের টানতে দোকানগুলোতে দেওয়া হচ্ছে নানা রকম মূল্যছাড়। তাই সময় বাড়ালে বেচাকেনা বাড়তে পারে এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। তাহলে আমাদের লোকসান পুষিয়ে উঠবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

এব্যাপারে মেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মানিক সিকদার বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে মেলার সময় বাড়ানোর দাবি রয়েছে। বিষয়টি নিয়ে আয়োজক কমিটির কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। সময় বাড়ানো হলে মেলার বেচাকেনা পুরোদমে শুরু হবে বলে আশা ব্যবসায়ীদের।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সংসদ সদস্য প্রার্থী দোলনের মতবিনিময়

পুঁথিগত বিদ্যা নয় কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হতে হবে : এমপি সেঁজুতি

সাতক্ষীরায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরায় এসএসসি-৮২ ব্যাচের শিক্ষার্থীদের পিকনিক ও মিলনমেলা ১৮ ফেব্রুয়ারি

নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে অসহায় জমজ শিশুদের মাঝে গুঁড়া দুধ প্রদান

কৈখালীতে পোলের খাল উন্মুক্ত ও খননের দাবিতে মানববন্ধন

বুধহাটায় যুব জামায়াতের আয়োজনে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খাজরায় সবজি চাষে কলেজ শিক্ষকের সফলতা

তালায় ও আগরদাঁড়ীতে ইউনিয়ন পরিষদের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ