আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় স্বপ্নের ছোয়া উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ৪টায় বুধহাটা বাজারস্থ মীম সুপার মার্কেটে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্বপ্নের ছোঁয়া উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আছাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, মাওঃ নুরুল আফসার, গ্রাম ডাক্তার মোশাররফ হোসেন, ব্যবসায়ী রমজান আলী, আব্দুস সামাদ, সাংবাদিক গোলাম মোস্তফা, ইয়াছিন আরাফাত প্রমুখ। এসময় প্রধান অতিথি সকল অতিথিবৃন্দের সাথে নিয়ে অত্র এলাকার ৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।