শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সরকারি কালিগঞ্জ পাইলট স্কাউটস গ্রুপ

প্রতিবেদক
satkhirar sakal
এপ্রিল ৮, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

তারিকুশ সারাফাত (মথুরেশপুর প্রতিনিধি) : “পৃথিবীকে যেমন পেয়েছি তার চেয়ে সুন্দর করে রেখে যাবো” জাতীয় স্কাউট দিবসে সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একদল কোমলমতি স্কাউট গ্রুপ। স্কুলের দশম শ্রেণির ছাত্র ও স্কাউট রুদ্রনীল অর্কের একটি চোখ মারাত্মকভাবে জখম হয়েছিল।

সে শেরেবাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ঢাকাতে চিকিৎসাধীন। তার একটি চোখ নষ্ট হয়ে গেছে।তার চিকিৎসার জন্য বিভিন্ন পেশাজীবীর মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট গ্রুপ জাতীয় স্কাউট দিবসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

গত ২৬ মার্চ উপজেলা অভিবাদন মঞ্চে অবস্থানরত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট গ্রুপের পক্ষ হতে ঐন্দ্রিলা আহমেদ তাথৈ চিকিৎসাধীন স্কাউট রুদ্রনীল অর্কের জন্য আর্থিক সহযোগিতা চায়।

উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে এই চৈত্রের রোদে কোমলমতি স্কাউট এবং গার্লস ইন স্কাউট গ্রুপ বিভিন্ন অফিস, নাজিমগঞ্জ বাজার, ফুলতলা মোড়, কালিগঞ্জ উত্তর পার বাজারের বিভিন্ন পেশার মানুষের কাছে যেয়ে আর্থিক সহযোগিতা চায়। সকলের অল্প অল্প সহযোগিতায় ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা সংগ্রহ হয়।

যে সকল কোমলমতি স্কাউট অর্থ সংগ্রহ কার্যক্রমে ছিল তারা হল সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউটস প্রাক্তন সিনিয়র উপদল নেতা প্রেসিডেন্ট স্কাউটস মোঃ মারুফ হাসান, গার্লস ইন স্কাউটস উপদল নেতা ঐন্দ্রিলা আহমেদ তাথৈ, সহকারি উপদল নেতা শাহারিয়া তাহসিন বৃষ্টি, শারমিন আক্তার তমা, সিনিয়র উপদল নেতা শেখ আব্দুল কাদের, উপদল নেতা বিল্লাল হোসেন, সানোয়ার হোসেন বাপ্পি, মোঃ সজিব হোসেন, আসিফ রহমান রানা, হাবিবা ফেরদৌস প্রত্যাশা, জ্যোতিষ্ক কুমার মন্ডল, ফারদিন প্রমুখ।

৮ এপ্রিল শনিবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে সংগ্রহকৃত ৩০,০০০ টাকা রুদ্রনীল অর্কের মায়ের হাতে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল বিদ্যালয় স্কাউট ইউনিট লিডার মোঃ শাহিনুর রহমান ও গার্লস ইন স্কাউট ইউনিট লিডার শিরিনা সুলতানা, স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, স্কাউট গ্রুপ ও সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, গত ২২ মার্চ বৃহস্পতিবার বেলা আনুমানিক বারোটার দিকে স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সময়। কালিগঞ্জ সরকারি স্কুলের একজন সহকারি শিক্ষক জানান ওই স্কুলের এক ছাত্রর ছোড়া প্লাস্টিকের পাইবের আঘাতে রুদ্রনীলের ডান চোখে পাইপের আঘাতে চোখের মনি ফেটে যায় রক্তাক্ত জখম হয়। রুদ্রনীলের পিতা প্রণব মজুমদার একজন চাউল ব্যবসায়ী ও তার মা রঞ্জিতা রানী দাস কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। রুদ্রনীল অর্কের উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন এজন্য সকলে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত