তাসকিন আহমেদ, কুলিয়া : দেবহাটা উপজেলার কুলিয়ায় জমি জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বেলা আনুঃ ১টার সময় কুলিয়া ইউনিয়নের টিকেট গ্রামে। এব্যাপারে আহতের ছেলে সাইদুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায়, বসত ভিটার জমির সিমানার ঘেরা বেড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগের কথাকাটাকাটির এক পর্যায়ে টিকেট গ্রামে ইসলাম গাজীর ছেলে খায়রুল ইসলাম (৪৫), সহিদুল ইসলাম (৩২) ও খায়রুল ইসলামের স্ত্রী সোমা খাতুন (৩০) আমার পিতা রফিক মোড়ল (৫৫)কে লাঠি দিয়ে তার মাথা, মুখে আঘাত করলে তার নাক ফেটে যায় ও দাঁত ভেঙে রক্তাক্তজখম হয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে মেরে ফোলাজখম করে।
এসময় আমার মা নাছিমা বেগম ও বোন রিপনা পারভীন ঠেকাতে গেলে তাদের উপরও লাঠি, চড়, কিল ও ঘুষি মেরে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। আঘাতের এক পর্যায়ে আমার পিতা রফিক মোড়ল গুরুত্বর আহত হলে তাকে রক্তাক্ত অবস্থায় দ্রæত দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানকার কর্মরত চিকিৎসকরা মারাত্বক অবস্থা দেখে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে হস্তান্তর করে। তিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এব্যাপারে তিনি ও তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।