নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ৫৩০ পিচ মাদকদ্রব্য ভারতীয় ট্যাপেন্ডাটল ট্যাবলেট (Tapendatol Teblate) সহ এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দুপুর একটার দিকে ভোমরা স্থলবন্দরের কাষ্টম অফিসের ওয়াল সংলগ্ন বেলা জিওর সামনে পাকা রাস্তার উপর হইতে ৫৩০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম মোঃ রাজু আহম্মেদ(৩৮)।
তিনি সাতক্ষীরা শহরের কামালনগর দক্ষিণ পাড়া এলাকার মোঃ বেল্লাল হোসেনের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে অংশ হিসেবে থানার উপপরিদর্শক মোঃ সেকেন্দার আলী সঙ্গীও ফোর্সের সহায়তায় ভোমরা স্থলবন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ রাজু আহম্মেদ নামের এক যুবককে আটকের পর তল্লাশি করে তার কাছ থেকে ভারতীয় মাদক ৫৩০ পিচ ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করাহয়। যার মূল্য অনুমান ১,০৬,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।