শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রব, সরকারী কলেজের শিক্ষক আবুল বাসার, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজি, আ’লীগ নেতা সিদ্বেশ^র বাবু, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেধ আলী, রবিউল হাসান, বেনজীর হেলাল, আবজাল হোসেন হাবিল, সাইদ আলী গাজি, ডালিম হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, বিজিবি প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। সভায় ঈদের সময় বাজারে প্রচন্ডভীড় থাকায় পশুহাট মোড় ও পাইলট হাইস্কুল মোড়ে ট্রাফিকের ব্যবস্থা, চন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল বর্তমান চেয়ারম্যান ডালিম হোসেনের ইউনিয়নের বিভিন্ন কাজকর্ম নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা শুভকর নয়। সে বিষয়ে একটি তদন্ত কমিটি করার প্রস্তাব করাসহ উপজেলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।