কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার শিবপুরে অবস্থিত কার্ডিফ মডেল স্কুলের উদ্যোগে “মানবের সেবাই আল্লাহর সেবা ” এই শ্লোগানকে সামনে রেখে ১৩ এপ্রিল ২১ রমজান বৃহস্পতিবার সকাল ১০টায় ১৩০ গরীব, অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণকালে স্কুলের পরিচালক আব্দুস সাত্তার খান’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থি ছিলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সহ-সভাপতি আলহাজ্জ শিক্ষক সাইদুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তারালি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ শামসুর রহমান, নলতা ইউপি সদস্য ও কবি ইব্রাহিম খলিল, স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মোঃ তানভির আহমেদ মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাইদী কিবরিয়া কাইয়ুমসহ শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থী।