বিলাল হোসেন : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ এপ্রিল) রবিবার সকাল ১১ টায় বুড়িগোয়ালীনি ইউপির আয়োজনে পরিষদের হল রুমে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি সদস্য গাজী আজিজুল ইসলাম, মাহতাবউদ্দীন, আবিয়ার রহমান, মো: রবিউল ইসলাম, মো: আবিয়ার রহমান আবিদ, মকিন্দ পাইক, স্বপন হলদার সহ ইউনিয়ানের সকল মসজিদের ঈদগাহের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে ২৬টা ঈদগাহের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ২ হাজার করে টাকা দেওয়া হয়।