পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সাংবাদিক সম্মেলন করেছে পৌর বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকী।
সাংবাদিক সম্মেলনে পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি তার লিখিত বক্তব্য বলেন-গত ২৬ এপ্রিল বিকেলে পাইকগাছা পৌরসভার নবগঠিত কমিটির একজন যুগ্ম আহŸায়ক ও দুইজন সদস্য খুলনা প্রেসক্লাবে পাইকগাছা পৌর বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন করেন। খুলনা প্রেসক্লাবের অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পাইকগাছা পৌরসভার নবগঠিত বিএনপি’র কমিটির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে পৌর বিএনপি’র মধ্যে বিভাজন সৃষ্টি করার পায়তারা করেছেন বা এখনো করে যাচ্ছেন।
তিনি লিখিত বক্তব্য আরো বলেন-গত পৌর কমিটির এক নম্বর যুগ্ম আহবায়ক এসএম ইমদাদুল হক নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিবের পেশাকে কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত ঘৃণিত ও জঘন্য মূলক কাজ। এমনকি তিনি সৃজনশীল রাজনৈতিক পরিপন্থী হয়ে একবারে ব্যক্তিগত ভাবে নগ্ন আক্রমণ করেছেন উল্লেখ করে লাকি বলেন-গত আহŸায়ক কমিটির এক নম্বর যুগ্ম আহবায়ক ও নব গঠিত কমিটির সদস্য এস এম ইমদাদুল হক আওয়ামী লীগের এজেন্ট হিসেবে পরিচিত।
এসএম ইমদাদুল হক কাউন্সিলর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর সাথে নির্বাচন না করে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সাথে নির্বাচন করেছেন বলেও তিনি দাবি করেন। কামাল আহমেদ সেলিম নেওয়াজ সম্পর্কে তিনি বলেন- সেলিম যুবলীগ নেতৃবৃন্দের সাথে শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ইতিমধ্যে যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত পাইকগাছা পৌর মেয়রের নানা প্যানা,বানারে কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও এস এম ইমদাদুল হকের ছবি অহরহ দেখা যায়। এতেই কি প্রমান হয় না তারা আওয়ামী লীগের কতটুকু খয়ের খা।
খুলনা প্রেসক্লাবে ইমদাদুল হক কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনে নবগঠিত কমিটিতে সাবেক কমিটির ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে রাখা হয়নি এমন অভিযোগে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে লাকী বলেন- পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিটির অমরেন্দ্রনাথ মন্ডল এই কমিটির সদস্য,৫ নং সভাপতি ডাক্তার শাহাবুদ্দিন কে যুগ্ম আহবায়ক, ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ গাজীকে সদস্য,দলিল সানাকে সদস্য, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এড: সুমনকে যুগ্ম আহবায়ক, ৭নং সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকে সদস্য, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামসুল আলমকে সদস্য পদে রাখা হয়েছে। সাবেক ছাত্র ও যুব নেতা মোহর আলী সরদারের সার্বক্ষনিক কার্য এলাকা পাইকগাছা, তিনি সকল রাজনৈতিক প্রোগ্রাম পৌর সভায় করে থাকেন।
সে কারণে তাকে এই কমিটিতে স্থান দেয়া হয়েছে। আজহারুল ইসলাম গাজীর বিষয়ে এস এম ইমদাদুল হকের আনিত অভিযোগ প্রসঙ্গে লাকী বলেন- পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিকটবর্তী হওয়ার কারনে এ কমিটিতে যুগ্ম আহŸায়ক হিসেবে জেলা কমিটি তাকে অন্তর্ভুক্ত করেছেন, তার আইডি পরিবর্তনের কাজ ইতিমধ্যে চলমান রয়েছে।
বিগত দিনে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ইফতেখার মোহাম্মদ সাবেরী ১০টি মামলা রয়েছেন উল্লেখ করে এস এম ইমদাদুল হকের দেয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন প্রকৃত সত্য হচ্ছে- সাবেরীর নামে একটি রাজনৈতিক মামলা নাই, এমনকি দীর্ঘ দিন ধরে সাবেরী প্রোগ্রামে অংশগ্রহণ করেন না। পাইকগাছা পৌর বিএনপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসময় অন্যানোর মাঝে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা: আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল,আনারুল ইসলাম, প্রণব কান্তি মন্ডল, আতাউর রহমান, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, মেসের আলী সানা, গাজী মুজিবুর রহমান, এস এ মহর আলী, আজহারুল ইসলাম, গোলাম রব্বানী, সরদার সাহেদ আহমেদ, বিএম আকিজ উদ্দিন, মনিরুজ্জামান মনি, তোরাব আলী ফকির,এমদাদুল হক সরদার, মারাফুল ইসলাম প্রিন্স, আব্দুল কুদ্দুস, মমিন সরদার, মইনুদ্দিন, খোকন, মোহাম্মদ আলী, ইয়াউর রহমান, কামাল হোসেন, ইসমাইল হোসেন খোকা খোকা প্রমূখ।