বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরা কারাগারের এক কয়েদির হাসপাতালে মৃত্যু

প্রতিবেদক
satkhirar sakal
এপ্রিল ২৭, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা কারাগারের এক কয়েদীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১২ টা ৪০ মিনিটের দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কয়েদী রবীন্দ্রনাথ দে (৬৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত. পরেশ নাথের ছেলে।

সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশীদ জানান, বুধবার রাতে কয়েদী রবীন্দ্রনাথ দে তলপেটে ব্যাথা অনুভব করে। কারা হাসপাতালে চিকিৎসা দিলে অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ভর্তি রাখেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়।

তিনি বলেন, দুটি টাকা পয়সার মামলায় পৃথক আট মাসের সাজাপ্রাপ্ত কয়েদী ছিলেন রবীন্দ্রনাথ। ২০২২ সালের ২ নভেম্বর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। অপরদিকে এ মৃত্যুর ঘটনা সাতক্ষীরা সদর থানাকে লিখিত ভাবে জানান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাশেদুর জামান। তবে সদর থানা পুলিশ হাসপাতালে এসে ওই কয়েদির লাশ পাননি বলে জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফখরুল আলম খান।

তিনি বলেন পুলিশ যাওয়ার আগে কারা কতৃপক্ষ লাশ নিয়েগেছে। হাসপাতাল কর্তৃপক্ষের পুলিশ কে দেওয়া লিখিত বক্তব্য তারা ফিরিয়ে নিয়েছে। এব্যাপারে আমাদের কিছু বলার নেই।

সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার ২৬ এপ্রিল রাত ১১টা ৩৪ মিনিটে ওই কয়েদিকে পেটে ব্যাথার রোগে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির এক ঘন্টাপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিক লিখত ভাবে সদর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ আসার আগে কারা কতৃপক্ষ হাসপাতাল থেকে লাশ নিয়েযায়। লাশ গ্রহন করেন জেল পুলিশের কিবরিয়া ও মোহাম্মদ আলী নামের দু’জন।

সাতক্ষীরা সিভিল সার্জন সজিবুর রহমান জানান, কারা কতৃপক্ষের দাবি ওই কয়েদির স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা নিয়ম অনুযায়ী কারা কতৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করেছি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শীতার্ত অসহায়দেরকে শীতবস্ত্র বিতরণ

তালায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা

এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীদের সমন্বয়ে রবীন্দ্র জন্মোৎসবের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি রবি

ঈক্ষণের প্রকাশনা, সম্মাননা প্রদান ও একক বক্তৃতা অনুষ্ঠিত

দেবহাটায় শিশু পুষ্টি এবং ওয়াস বিষয়ক ক্যাম্পেইন

সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী

হেমন্তে, শীতের ছোঁয়া – ফসল ও খেজুর রস সংগ্রহে প্রস্তুতি নিচ্ছে, কালীগঞ্জের কৃষক এবং গাছিরা

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন তৃণমূল বিএনপির সংসদ সদস্য প্রার্থী ড. আসলাম আল মেহেদী

আমার উপর আস্থা রাখুন, সদর উপজেলা উন্নয়নের জোয়ারে ভাসবে: মশিউর রহমান বাবু

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন