কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১শ’ পিচ ইয়াবাসহ শাহীন সরদার (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকৃত মাদক কারবারি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পালপাড়া এলাকার নূর ইসলাম সরদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ০৩ মে রাত ১০টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক সাইমুন ঢালীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার কৃষ্ণনগর বাজার সংলগ্ন এলাকা থেকে শাহিন সরদারকে ১শ’ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রহমান জানান আটককৃত আসামিকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।